জাতিসংঘে বাংলাদেশের দশম স্থায়ী প্রতিনিধি হচ্ছেন রাবাব ফাতিমা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর আগে গত ২৯ নভেম্বর স্থায়ী মিশনের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রদূত ফাতিমা।
শুক্রবার (৬ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আন্তোনিও গুতেরেজের কাছে এই পরিচয়পত্র পেশ করেন তিনি।
জাতিসংঘে বাংলাদেশের দশম স্থায়ী প্রতিনিধি হচ্ছেন রাবাব ফাতিমা। বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিউইয়র্ক ও জেনেভা জাতিসংঘে বাংলাদেশের নিউইয়র্ক মিশন এবং কলকাতা ও বেইজিং এ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন।