কঙ্গো শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ১৮০ নারী পুলিশ

প্রকাশ : ২৯ মে ২০১৯, ১৩:৩৩

জাগরণীয়া ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশে পুলিশের ১৮০ জনের একটি নারী কন্টিনজেন্ট কঙ্গো মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে।

গত ২৮ মে (মঙ্গলবার) ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে নারী পুলিশের এ কন্টিনজেন্টটি।  

পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টের দায়িত্ব গ্রহণ করবে। পুলিশ সুপার (এসপি) সালমা সৈয়দ পলি এ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি ঘটে ২০১০ সালে। হাইতিতে নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভূমিকম্পের পর মানবিক সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন বাংলাদেশের নারী পুলিশ দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত