ওয়ান্ডার ওম্যান জাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:০৫
কমিকসের সুপারহিরো ওয়ান্ডার ওম্যানকে জাতিসংঘের সম্মানসূচক শুভেচ্ছাদূত নির্বাচিত করা হলো।
শুক্রবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
১৯৭০ সালে টেলিভিশন সিরিজে ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করেন লিন্ডা। আর এ বছর ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও মুক্তি প্রতীক্ষিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে এ চরিত্রে অভিনয় করেছেন গল গ্যাডট। এবারই প্রথম দুই প্রজন্মের দুই ওয়ান্ডার ওম্যান একত্র হলেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গ্যালাচ বলেছেন, ‘ওয়ান্ডার ওম্যান একজন আইকন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, নারীর ক্ষমতায়ন ও পুরুষের সঙ্গে সমতার অপরিহার্য বার্তা নিয়ে এই চরিত্রটি নতুন প্রজন্মের কাছ পৌঁছাতে আমাদের জন্য সহায়ক হবে।’
জাতিসংঘ কর্মকর্তাদের মতে- ন্যায়বিচার, শান্তি ও সমতার প্রতি ওয়ান্ডার ওম্যানের দৃঢ় অঙ্গীকারের কথা সবারই জানা। তাদের আশাবাদ, কমিকসের হিরো ও চলচ্চিত্রের চরিত্র নির্বাচনের মাধ্যমে তরুণীদের মধ্যে আবেদন সৃষ্টি করতে সক্ষম হবেন তারা। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তাদের এই প্রচারাভিযানের স্লোগান- ‘ভাবুন আমরাই সব বিস্ময় ঘটাতে পারি।’
ডিসি কমিকসের নায়িকা ওয়ান্ডার ওম্যানের আবির্ভাব ১৯৪২ সালে। ভিলেনদের মোকাবেলা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও নারকীয় সব পরিকল্পনা ভেস্তে দিত সে।