পুরুষ নির্যাতনের সংখ্যাও কম নয়!

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ০২:১৮

জাগরণীয়া ডেস্ক

স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া সব পরিবারেই হয়। কিন্তু সম্প্রতি নতুন এক জরিপে একেবারেই বিপরীতধর্মী একটি তথ্য উঠে এসেছে। জাতিসংঘের অপরাধ পরিসংখ্যান বিভাগ এই জরিপ করেছে। জরিপে বলা হচ্ছে, বিশ্বে স্বামী পেটাতে তৃতীয় স্থানে রয়েছে ভারতের স্ত্রীরা।

জাতিসংঘের অপরাধ পরিসংখ্যান বিভাগ মিসরের নারী আদালতের দেয়া তথ্যের ভিত্তিতে ওই জরিপ পরিচালনা করেছে। পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যের নারীরা স্বামীকে পেটাতে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের নারীরা। আর স্বামীকে পেটানোর এ পরিসংখ্যানে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। 

মিসরের আদালত বলছেন, দেশটির অন্তত ৬৬ শতাংশ স্বামী পারিবারিক কোন্দলের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। এক্ষেত্রে তথ্য উপাত্ত বলছে, নারীদের চেয়ে পুরুষরাও যে নির্যাতনের শিকার হচ্ছেন, তার সংখ্যা কোনো অংশে কম নয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত