আট নারীকে ফ্রিডমের সম্মাননা

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৭:০৯

জাগরণীয়া ডেস্ক

দেশবরেণ্য আট নারীকে আটটি বিশেষ ক্যাটাগরিতে আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস-২০১৯ প্রদান করেছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ শতাধিক নারী এই অনুষ্ঠানে অংশ নেন।

সম্প্রতি এসিআই সেন্টারের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যে নারীদের সম্মানিত করা হয় তারা হলেন- ডা. সাবিনা আক্তার (চিকিৎসাবিজ্ঞান), তানজিনা নাজনিন (শিক্ষা), নাজনিন সি হক (সমাজসেবা), সানিয়া মাহমুদ (করপোরেট), সিলভানা কাদের সিনহা (উদ্যোক্তা), মাবিয়া আক্তার (খেলাধুলা), কণা (সংগীত) ও ফারজানা মুন্নী (বিউটি ও ফ্যাশন আর্টিস্ট)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত