বাবাকে ভালোবেসে ৭ বছর বয়সে পর্বত জয় (ভিডিও)
প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৫:০২
জাগরণীয়া ডেস্ক
বয়স মাত্র সাত বছর৷ এই বয়সেই আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত কিলিমাঞ্জারো জয় করেছে এক মেয়ে৷ কারণ, স্বর্গ নাকি পর্বতের চূড়া থেকে বেশ কাছে৷ তাই প্রয়াত বাবার কাছে যেতে এমন চেষ্টা তার৷
মোনটানা কেনি'র বয়স যখন মাত্র তিন বছর তখনই তিনি হারান বাবাকে৷ কোনো এক মানসিক আঘাত থেকে তার বাবার মৃত্যু হয়৷ খুব অল্প বয়সে বাবাকে হারালেও তার স্মৃতি বয়ে চলেছে কিশোরী মোনটানা৷
তার যে বয়স, সেই বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো আরোহনের অনুমতিই পাওয়ার কথা ছিল না৷ তা সত্ত্বেও নানা কাঠখড় পুড়িয়ে অনুমতি জোগাড় করা হয়েছে তার জন্য৷ পর্বতের চূড়ায় উঠে বাবার উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিয়েছে ছোট্ট মোনটানা কেনি যাতে বাবা স্বর্গ থেকে বুঝতে পারেন যে, তার মেয়ে তার খুব কাছাকাছি এসেছিল৷
সূত্র: ডয়চে ভেলে