আরও সহজ হলো ভারতীয় ভ্রমণ ভিসা
প্রকাশ : ১৩ মে ২০১৮, ২৩:২১
বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে যাতায়াত সহজ করতে এবার বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভ্রমন ভিসার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
১৩ মে (রবিবার) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২০ মে থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। এই তিন বিভাগের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে আবেদনকারীরা তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
নতুন এ সুবিধা শুধু ভ্রমণ ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন ও অন্য সব ভিসা আগের নিয়মে চলবে বলেও জানানো হয়।
চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্রে গত ২০১৭ সালের ৯ জুলাই এ সুবিধা চালু করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর এ সুবিধা চালু হয় রাজশাহী ও রংপুরে এবং ১০ অক্টোবর এ সুবিধ চালু হয় রাজধানীর মিরপুর রোডের ভিসা আবেদন কেন্দ্রে।