স্বামী-স্ত্রীর ম্যারাথন জয়
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১৯:৫২
পল লোনইয়ানগাতা ও পিওরিটি রিওনোরিপো। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ৯ এপিল (রোববার) গৌরব করার মতোই এক কীর্তি গড়লেন তারা। এই দুই কেনিয়ান তারকা প্যারিস ম্যারাথনে নিজ নিজ ইভেন্টে জয়লাভ করেন।
ম্যারাথনে জয়লাভ করার পথে নারীদের ইভেন্টে সেরা টাইমিংয়ের রেকর্ড গড়েন রিওনোরিপো। ২ ঘণ্টা ২০ মিনিট ৫৫ সেকেন্ড সময় নেন তিনি। অন্যদিকে পুরুষদের ইভেন্টে সেরা টাইমিংয়ের রেকর্ড গড়া লোনইয়ানগাতা সময় নেন ২ ঘণ্টা ৬ মিনিট ১০ সেকেন্ড।
২৪ বছর বয়সী লোনইয়ানগাতা লিসবন ও সাংহাই ম্যারাথনেও বিজয়ীর হাসি হেসেছিলেন। নিজের আগের সেরা টাইমিংয়ের চেয়ে এক মিনিট কম সময় নিয়ে প্যারিস জয় করেন তিনি।
দুদিন আগে রিও ও লন্ডন অলিম্পিকের ম্যারাথনে সোনাজয়ী কেনিয়ান তারকা জেমিমা সামগং ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছে। যে কারণে ম্যারাথনে কেনিয়ার হয়ে প্রথম সোনাজয়ী তারকা রিও অলিম্পিকের পদক কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। দুদিন পর দুই কেনিয়ান দম্পতি প্যারিস ম্যারাথনে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিলেন।