বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ২১:৩৪
জাগরণীয়া ডেস্ক
ঐতিহাসিক শততম টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
১৯ মার্চ (রবিবার) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। শততম টেস্ট খেলে বাংলাদেশ ক্রিকেট দল অনন্য নজির সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের শততম ম্যাচে জয়লাভ ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।
এছাড়াও অভিনন্দন জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো.ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
রবিবার কলম্বোর পি সারা ওভাল ষ্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল স্বাগতিক শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে শততম টেস্ট জয়ের গৌরব অর্জন করে।