জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের ছাত্রী ক্রিকেটদল

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ০০:৫৯

জাগরণীয়া ডেস্ক

জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্রিকেট দল।

২০১৭ সালের ৪৬তম আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৩ জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলকে হারিয়ে জাতীয় পর্যায়ে ওঠে এই ক্রিকেট দলটি।

শনিবার বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ১৬ জানুয়ারি ঢাকায় জাতীয় পর্যায়ে উন্নীত অন্য দলের সাথে খেলবে এই দল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী বলেন, ‘২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্কুলটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষাতেও সাফল্য পাচ্ছে। প্রতি বছরই আমাদের খেলাধুলা জেলার মানুষের প্রশংসা পায়।’

দলের কোচ ও শিক্ষক কামরুল হাসান জানান, এই সাফল্যের পেছনে প্রতিযোগীদের অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও কঠোর অনুশীলন রয়েছে। আশা করছি, জাতীয় পর্যায়ে, দল প্রত্যাশিত খেলাটা খেলবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত