নারী দিবসে ওমেন্স ম্যারাথন
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ২০:২৩
জাগরণীয়া ডেস্ক
৮ মার্চ (শুক্রবার) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে নারীদের অংশগ্রহণে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে চতুর্থ ঢাকা ওমেন্স ম্যারাথন। এভারেস্ট একাডেমি ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় নারীদের এই ম্যারাথনের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের ম্যারাথনে অংশ নেবেন প্রায় ৫ শতাধিক দেশী ও বিদেশী নারী। ভোর সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন হাতিরঝিল প্রদক্ষিণ শেষে এফডিসি মোড় হয়ে গুলশান ১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে এসে শেষ হবে। দেড় ঘন্টার মধ্যে যারা পুরো ১০ কিলোমিটার দৌড় শেষ করতে পারবেন তারা পাবেন মেডেল ও সার্টিফিকেট।
0Shares