‘লড়াই হোক গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার’

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১৭:১০

জাগরণীয়া ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে গৃহশ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক সমাবেশ করেছে।

৮ মার্চ (বৃহস্পতিবার) ‘গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার এখনই সময়’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ‘গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে গৃহশ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি, ক্ষতিপূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত, নির্যাতন ও সহিংসতা বন্ধ করার দাবি জানানো হয়।

সমাবেশে জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিল্স নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, প্রোজেক্ট কো-অর্ডিনেটর কোহিনূর মাহমুদসহ বিভিন্ন এলাকা থেকে আগত গৃহশ্রমিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

সমাবেশ থেকে ‘গ্রাম-শহরের শ্রমজীবী নারী, জাগো, জোট বাঁধো, এগিয়ে যাও’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত