খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১৬:৪১

জাগরণীয়া ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০১৮। 

৮ মার্চ (বৃহস্পতিবার) ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা’ প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, সরকারি-বেসরকারি  দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন যৌথভাবে এই দিনটি উদযাপনের জন্য সামগ্রিক আয়োজন করে।

কর্মসূচির শুরুতে একটি বর্ণিল র‍্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে খুলনা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান বলেন, তৃণমূল পর্যন্ত নারীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

নারীকে আরো বেশি বেশি সামাজিক ও অর্থনৈতিকসহ প্রতিটি কাজে সম্পৃক্ত করার আহবান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এবং কেয়ারের প্রতিনিধি সাজেদা ইয়াছমিন।

এছাড়াও পাঁচদিনব্যাপী নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে আয়োজকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত