এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে বাংলাদেশ

প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ২৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করার পর এবার স্বাগতিক মিয়ানমারকেও ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেলো বাংলাদেশের মেয়েরা। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছালো বাংলার দামাল মেয়েরা।

১ মার্চ (শুক্রবার) মানডালার থিরি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ম্যাচের ৬৮ মিনিটে মিডফিল্ডার মনিকা চাকমার শটে আসে ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি। আগামী ৩ মার্চ চীনের বিপক্ষের ম্যাচটি জিতলেই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে যাবে মারিয়া-মান্দারা।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে এশিয়ার সেরা আট দেশ নিয়ে শুরু হবে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত