জানুয়ারিতে রেকর্ড রেমিটেন্স

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯

জাগরণীয়া ডেস্ক

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে নতুন রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ। শুধু মাত্র জানুয়ারি মাসে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা এক মাসের হিসেবে রেকর্ড। 

০৩ ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রেমিটেন্সের এই অংক গত বছরের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা যার অংক ছিল ১৪৯ কোটি ২৪ লাখ ডলার। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে ৯০৮ কোটি ১৩ লাখ (প্রায় ৯.০৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এ হিসাবে সাত মাসে রেমিটেন্স বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত