পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে কৃষ্ণা-মারজিয়ারা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৯

জাগরণীয়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করতে যাচ্ছে লাল-সবুজের বাঘিনীরা।

৩০ সেপ্টেম্বর (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে  এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি মেয়েদের ১৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল মারিয়া-তহুরারা। সেই স্মৃতি নিয়ে আবারও মাঠে নামছেন মারিয়া মান্ডা। দলের সহ অধিনায়ক হিসেবে মাঠ সামলাবেন মারিয়া মান্ডা। এবার অনূর্ধ্ব-১৮ দলে খেলছেন অনূর্ধ্ব-১৬ দলের সাবেক অধিনায়ক ও ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার। আছেন আরেক অভিজ্ঞ মিডফিল্ডার মারজিয়াও। আর নেতৃত্বের ভার থাকবে মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমির কাঁধে। সব মিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ এবং উজ্জীবিত একটি দল।

নিজেদের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ১২-০ গোলের বিশাল হারের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। প্রায় চার মাস আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠে এ দলটি। এমন এক দলের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার প্রত্যাশা করছে লাল-সবুজের মেয়েরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত