অ্যাপল থেকে মাতসৌকার পদত্যাগ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ০০:৪১

জাগরণীয়া ডেস্ক

অ্যাপল থেকে এর পর্যবেক্ষণকারী অ্যাপ ‘কেয়ারকিট’ দলের প্রধান ইয়োসুকি মাতসৌকা পদত্যাগ করছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ।

অ্যাপলের কেয়ারকিট অ্যাপটি যন্ত্র শিক্ষা এবং অ্যালগরিদম ব্যবহার করে মানুষের স্বাস্থ্য সচেতনতায় নানা কাজ করে। এই অ্যাপটির গবেষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন 

মাতসৌকা। সেখান থেকেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিইয়ামস-এর কাছে প্রতিষ্ঠান থেকে পদত্যাগের কথা জানিয়েছেন মাতসৌকা। তবে পদত্যাগের কারণ জানতে তাকে ই-মেইলে করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।

এদিকে মাতসৌকা পদত্যাগ করলে তার স্থানে নতুন কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, অ্যাপলে যোগদানের পূর্বে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর নেস্ট ল্যাবস-এ কাজ করেছেন মাতসৌকা। রোবোটিক্স-এর পথ প্রদর্শক বিবেচনা করা হয় তাকে। ‘গুগল এক্স’-এর সঙ্গে গুগল গ্লাস তৈরিতেও তার অংশগ্রহণ ছিল। পরবর্তীতে অ্যাপলের কেয়ারকিট দলের প্রধান হিসেবে অ্যাপলে যোগদান করেন মাতসৌকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত