মি-টু’র ঝড় গুগলেও, বরখাস্ত ৪৮

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:০৯

জাগরণীয়া ডেস্ক

নারীর প্রতি যৌন হয়রানির প্রতিবাদে বিশ্বজুড়ে যে ‘মি-টু’ ঝড় চলছে, সে ঝড় থেকে বাদ যায়নি টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলও। যৌন হয়রানির অভিযোগ আসায় ৪৮ কর্মীকে ছাটাই করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে অন্তত ১৩ জন রয়েছেন যারা প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার পদের কর্মকর্তা।

সম্প্রতি এক খোলা চিঠিতে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

তিনি বলেন, কর্তৃপক্ষ স্থানীয় যে কোনও ব্যক্তির বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’ নেবে গুগল। 

ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তি বিশেষজ্ঞ আরও জানান, কর্মস্থলে সুরক্ষা নিশ্চিত করা এবং সবার কাজ করার মতো উপযুক্ত পরিবেশ দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর গুগল। যৌন হেনস্থার অভিযোগে কারও চাকরি গেলে সংশ্লিষ্ট ব্যক্তি যাতে কোনও আর্থিক প্যাকেজ না পান, সেটাও দেখা হয়।

সূত্র: আনন্দ বাজার 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত