‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে’

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১২:৪৭

জাগরণীয়া ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে ৩১ জুলাই (মঙ্গলবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, স্যাটেলাইটের বিষয়ে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আইডিয়া দিলাম। তিনি সরাসরি বললেন আমাকে কাজটি করার দায়িত্ব দেন। পরে বিটিআরসির সঙ্গে বসে কাজ শুরু করা হয়।

তিনি আরও বলেন, প্রথমেই আমাদের সিদ্ধান্ত ছিল স্যাটেলাইট হবে নিজস্ব অর্থায়নে। আমরা সেটা করেছিও। এ কাজে যে বরাদ্দ ধরা হয়েছিল তার চেয়ে কম খরচে আমরা করতে পেরেছি। যে সময়সীমা ধরা হয়েছিল তার আগেই এটির সফল উৎক্ষেপণ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত