পোস্ট শেয়ারের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৯

জাগরণীয়া ডেস্ক

অনেকটা ফেসবুকের শেয়ার ফিচারের আদলে অন্য ব্যক্তির ভিডিও বা ছবি শেয়ার করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আশা করছে, এই ফিচারটির মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষের সাথে ব্যবহারকারীরা তাদের পোস্ট শেয়ারের সুযোগ পাবে।

ইনস্টাগ্রাম এই শেয়ারিং ফিচারকে বলছে রিগ্রাম করা। তবে এই রিগ্রাম কখনোই নতুন স্ট্যাটাস হিসেবে করা যাবে না। ফিচারটিতে যে ব্যক্তির পোস্ট রিগ্রাম করা হবে তার পরিচয় দেখা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা সহজেই প্রথম পোস্ট করা ব্যক্তির পরিচয় জানতে পারবে। তবে অবশ্যই পাবলিক করা পোস্টেই রিগ্রাম করা যাবে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা এখানে ভঙ্গ হবে না।

ব্যবহারকারীদের নিজ নিজ ‘স্টোরিজ’ ফিচারে কেবল রিগ্রাম করা যাবে। ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপটি এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত