মেয়ের বেলায় যতো দোষ!

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৭, ২২:৪৫

-আরে মেয়েটা ভাল না। অনেক ছেলের সাথে ঘুরে বেড়ায়। 
- তা দোস্ত তোর কয়টা গার্ল্ফ্রেন্ড আছে?! 
- আরে আমি তো ছেলে।

- ভাবি,জানেন পাশের ফ্ল্যাটের মেয়েটা অনেক রাত করে বাসায় ফেরে 
- কেন আপনার ছেলেও তো দেরি করে ফেরে দেখি। অনেক রাতে বাইকের আওয়াজ পাওয়া যায়। 
- আরে ও তো ছেলে। মেয়েরা কী এত রাতে বাইরে থাকে নাকি

- দেখ, মেয়েটা ফতুয়ার সাথে ওড়না পরে নাই। হেব্বি বুক। দাড়া একটু ধাক্কা মেরে আসি।
- কেন তুইও তো হাফ প্যান্ট পরছিস।
- আরে আমি তো ছেলে। আমি পরলেই কি মেয়ে পরবে নাকি

- জানেন, আমার ননদের প্রোমোশন হয়েছে পর পর দুইবছর। নিশ্চয়ই বসের সাথে কোনো সম্পর্ক আছে।
- আপনার স্বামীরও তো প্রোমোশন হয়। সেও কি বসের সাথে কিছু করে নাকি 
- ধুর ও তো ছেলে। ও কেন করবে।

- না, এই মেয়ে আমার ছেলের জন্য পছন্দ না। ডিভোর্সি। 
- আন্টি আপনার ছেলেও তো ডিভোর্সি। 
- তো?, ছেলেদের এক বিয়ে ভেঙে গেলে কিছু হয় না। মেয়েদের ভাঙা মানে চরিত্রে দাগ পড়া।

- আচ্ছা তুমি বিয়ে করছো না কেন, বয়স যে পার হয়ে যাচ্ছে খবর আছে?
- কেন আপনার ছেলেও তো বিয়ে করে নি। ৪০ ছুঁইছুঁই বয়স। 
- আরে ছেলেদের আবার বয়স কী। মেয়েদের তো বয়স থাকতে করতে হয়। নইলে বর পাবে না

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি........ 
সারমর্ম : তুমি ছেলে আমি মেয়ে। তোমার যেটা দোষ না সেটা আমার বেলায় দোষ।

ফারজানা নীলা'র ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত