শিক্ষকের মর্যাদা

প্রকাশ : ১৮ মে ২০১৬, ১৮:০৬

ফারিনা মাহমুদ

ওসমান পরিবার 
নারায়নগঞ্জ অধিপতি তারা বাদশাহ এলাকার

একদা প্রভাত বেলা 
বন্দর জুড়ে শোরগোল জাগে জমিয়া উঠেছে খেলা 
মসজিদ থেকে ঘোষণা আসে 
ধর্মের কল নড়ছে বাতাসে 
মালাউন এক হেডমাস্টার শ্যামল কান্তি দাস 
ইসলাম নিয়ে কটুক্তি করে! হায় সর্বনাশ !

ঘটনা সাংঘাতিক 
হিন্দু শালারে মারবেনা জুতা কোন সেই নাস্তিক ?
দলে দলে সব পাড়া প্রতিবেশী
ইস্কুল মাঠে জড়ো হয় আসি 
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ব্লগার হইলে এক কোপ মেরে দিতাম শালার ভালে।

মাঠে গিয়ে দেখা যায় 
কিল চড় লাথি ঘুষি হাকাচ্ছে তৌদিহি জনতায় 
আল্লাহ রাসুল শ্রেষ্ঠ সবার
হেডমাস্টার সে তো কোন্ ছার,
ভয় করি না'ক, ধারি না'ক ধার, মনে আছে মোর বল,
যে কেউ শুধালে জিহাদের বাণী শুনাবো অনর্গল।
শ্যামল কান্তি দাস 
বুঝিবে আজি নারায়নগঞ্জ পুরাই অটোনোমাস !

বেলা গড়ায়ে চলে 
হতভম্ব শ্যামল কান্তি শুন্য দৃষ্টি মেলে 
বোধ হীন নিশ্চল 
হায়েনারা সব খিস্তি খেউর করছে অনর্গল 
সেই দলে তার ছাত্রও হাঁকে বকা দিয়েছিলো গতকাল যাকে 
জানতো কে হায় ওই শাসনেই হয়ে যাবে তার কাল 
কলকাঠি নাড়ে আড়াল থেকে দেঁতো শুয়োরের পাল ।

এমন সময় সৃষ্টিকর্তা করিলো মেহেরবান 
দৃশ্যপটে আসিলেন নেতা সেলিম ওসমান 
এ তল্লাটের অধিপতি এলে চুমে পদধুলি প্রজাগণ বলে 
এমন অধর্ম নারায়নগঞ্জ দেখেছে কি কোনকালে ?
ইসলাম নিয়া মালাউন এক যা ইচ্ছা তাই বলে !
একে আজ যদি শাস্তি না দেন সরকার মহাশয় 
নাস্তিক সব লুটেপুটে খাবে পিয়ার বিদ্যালয় !

উচ্ছ্বাস ভরে ওসমান সা'ব দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি জনতার রায় কহেন উচ্চরবে-
কানে ধরে ব্যাটা কর উঠা বসা, মাফ চাবি শেষে কথা মোর খাসা 
ইসলাম কোনো ফাজলামি নয়, নয় কোনো ছেলেখেলা 
রাজি না থাকলে জনতাই তবে করুক ফয়সালা !

শ্যামল কান্তি দাস
শুন্য চোখে তাকিয়ে দেখেন মেঘময় আকাশ 
ওখানেই বুঝি থাকেন ঈশ্বর মহাশক্তিমান !
আজকে কি তবে বৈশাখী মেঘে ঢাকা তার চোখ কান ?
জয় বাংলা - বঙ্গবন্ধু হর্ষধনির মাঝে 
মরণঘাতী আঘাত থেকে ধর্মানুভূতি বাঁচে !

স্বাক্ষী হয়ে রয় 
পিয়ার সাত্তার লতিফ জামান উচ্চ বিদ্যালয় ।।

 

ফারিনা মাহমুদ এর ফেসবুক স্ট্যাটাস থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত