আমরা এতো জাজমেন্টাল কেন?

প্রকাশ : ০৭ মে ২০১৬, ১৩:৫৭

অর্চিতা বাড়ৈ

কাউকে কারো মতন ভাল থাকতে দেখলে, খুশি থাকতে দেখলে আমাদের এতো জ্বলে কেন?

যে কোনো দিবসের সময় এক শ্রেণিকে দেখা যায় সমালোচনায় মুখর হয়ে থাকতে। তাদের যুক্তি, কেন মা দিবস পালন করতে হবে, কেন ভালবাসা দিবস পালন করতে হবে! আরে 

আজব, কেউ যদি পালন করে খুশি থাকে তাহলে আপনার কোনো সমস্যা? আপনি কেন পালন করেন না সেটা যদি কেউ আপনাকে না বলতে আসে তাহলে আপনার কি অধিকার আছে 

কেউ পালন করলে সেটা নিয়ে জাজমেন্টাল কমেন্ট করার?

আপনাদের লজিক, ভালবাসা তো প্রতিদিনের। মাকে ভালবাসাও প্রতিদিনের। হ্যাঁ যারা দিবসগুলা পালন করে ছবি পাল্টাচ্ছে বা স্ট্যাটাস দিচ্ছে তারা যে বাকি বছর ভালবাসে না, এটা 

আপনাকে কে বলেছে?

স্যাড বাট দ্যা রিয়েলিটি হলো যত না মা দিবস পালনকারীদের পোস্ট হোম পেইজে আসছে তার থেকে বেশি আসছে এইসব জাজমেন্টাল লোকগুলার পোস্ট।
ভাই, আজাইরা জাজমেন্টাল হওয়া বাদ দেন। নিজের চরকায় তেল দেন, কাজে দিবে।

পি.এস: আমি ব্যক্তিগতভাবে সব রকম উতসব, অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, দিবস পালনের পক্ষে। জীবনটা উপভোগ করেন, জাজমেন্টাল হওয়া বাদ দেন। পৃথিবীর সকল মা'কে মা দিবসের 

ভালবাসা। মাকে নিয়ে পোস্ট দিয়ে হোম পেইজ ভাসিয়ে দেওয়ার কামনায়।

অর্চিতা বাড়ৈ এর ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত