কুয়াশা বা ধোঁয়াশাতে গাড়ি চালনার নিয়ম

প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৬:১৫

জাগরণীয়া ডেস্ক

কুয়াশা বা ধোঁয়াশাতে চালকের দৃষ্টিসীমা কমে যায় বা দূরের জিনিস দেখা যায় না। এই অবস্থায়, ‘লো-বিম বা মৃদুবিম বা ডিপার’ এবং ফগলাইট (যদি থাকে) জ্বালিয়ে সতর্কতার সাথে নিয়ন্ত্রণের উপযোগী ধীর গতিতে গাড়ি চালাতে হবে।

সামনের গাড়ির পেছন পেছন না চালিয়ে বা সামনে গাড়ির গতিতে না চালিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তার সেন্ট্রাললাইন লেনলাইন দেখে গাড়ি চালাতে হবে। নিরাপদ দুরত্ব বজায় রেখে গাড়ি চালনার ক্ষেত্রে সামনের গাড়ির পেছনের বাতি (টেইল লাইট) দেখে পথ নির্ণয় করা যেতে পারে। তবে, এই সব ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে।

যে-সব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সে-সব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

দৃষ্টিসীমা বেশি মাত্রায় কমে গেলেও হর্ন বাজাতে হবে।

একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূণ্যেও কোঠায় পৌঁছে গেলে নিচের কাজগুলো সম্পন্ন করা নিরাপদ-
- গাড়ি চালনা বন্ধ করে রাস্তার পাশে গিয়ে নিরাপদ কোন জায়গায় গাড়ি থামিয়ে রাখতে হবে।
- গাড়ির হেডলাইট বন্ধ করে হ্যাজার্ডলাইট জ্বালিয়ে রাখতে হবে।
- কুয়াশা কমে গাড়ি চালানোর পরিবেশ ফিরে না আসা পর্যন্ত গাড়ি চালানো আরম্ভ করা উচিত নয়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত