শীতে মেন্যুতে থাকুক দই

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৮

জাগরণীয়া ডেস্ক

► ভিটামিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোটিনের ভালো উৎস হলো দই। দইয়ে থাকা ল্যাকটোবেসিলাস, প্রোবায়োটিক বা ভালো ব্যাকটেরিয়ারও উৎস। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও বিভিন্ন সংক্রমণে শরীরকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

► দইয়ের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া ঠাণ্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে।

► শীত বা ঠাণ্ডা আবহাওয়া হাড়ের জন্য বেশ ক্ষতিকর, যাতে অস্থিরতা তৈরি হয়। তবে শীতে নিয়মিত দই খেলে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় শক্তিশালী করে।

► শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং এসিডিটি প্রতিরোধ করতে সহায়তা করে দই।

► টক দই ইমিউন সিস্টেম চাঙ্গা রাখতে ও হজমে সহায়তা করে।

তাই জ্বর, ঠাণ্ডা, সর্দি কিংবা কাশি-সব কিছু থেকে রক্ষা পেতে প্রতিদিনের মেন্যুতে রাখুন দই।

সূত্র: কালেরকণ্ঠ

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত