রান্নাঘর ক্লিনিং এর টুকিটাকি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৫
জাগরণীয়া ডেস্ক
কিছু ছোট ছোট টিপস আপনার রান্নাঘরকে যেমন পরিচ্ছন্ন রাখবে, তেমনি তা থাকবে দুর্গন্ধমুক্ত। চলুন জেনে নিই-
ঢাকনা লাগানো ময়লার ঝুড়ি ব্যবহার করুন। ঝুড়িতে সরসরি ময়না না ফেলে একটি ব্যাগ ব্যভার করুন।
মাছ-মাংস ইত্যাদির কাঁচা উচ্ছিষ্ট অংশ ফেলার অবশ্যই প্লাস্টিক বা কাগজের প্যাকেট ব্যবহার করুন।
রান্নাঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। রান্নার ধোঁয়া যেন বের হয়ে যেতে পারে, সেই ব্যবস্থাও অবশ্যই রাখুন।
বাসন মাজার স্পঞ্জটি সপ্তাহে একবার বদলে ফেলুন।
রান্নাঘরের কোথাও একটি বাটিতে বেকিং সোডা বা ভিনেগার ভরে খোলা রাখুন। বাজে গন্ধ শুষে নেবে।
সিঙ্কে মাঝে মাঝে গরম পানি ঢালুন। এতে পাইপ পরিস্কার থাকবে, ময়লাও কম থাকবে।
ভাজা পোড়ার পুরনো তেল জমিয়ে রাখবেন না।
ময়লা বাসন সরাসরি না রেখে একটু পানিতে ধুয়ে তারপর সিঙ্কে জমিয়ে রাখুন।