ডিমের যত গুণাগুণ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:৩১
জাগরণীয়া ডেস্ক
শুধু খাওয়া নয়, রূপচর্চা, সার কিংবা প্রাথমিক চিকিৎসার অনন্য উপকরণ হতে পারে ডিম। ঘরোয়া কাজে ডিমের এই বহুবিধ ব্যবহার চলুন জেনে নিই-
কয়েক চা-চামচ মধুর সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট মাখিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলের যত্ন করলে কিছুদিনের মধ্যে দেখা যাবে চুল হয়ে উঠেছে মজবুত আর ঝরঝরে।
ডিমের খোসা ক্ষতিকর কীটপতঙ্গ দূর করতে কার্যকর। তাই গাছের কাছাকাছি ডিমের খোসা ফেলে রাখতে পারেন।
ময়লা চামড়ার পণ্যের উপর ডিমের সাদা অংশ দিয়ে মুছে নিলে তা চামড়ার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
উষ্ণ সিদ্ধ ডিম আঘাতে জমাট বেঁধে যাওয়া রক্ত স্বাভাবিক করতে বেশ উপকারি।