জনতার চাপে ডিম বিক্রি বাতিল, পুলিশের লাঠিচার্জ (ভিডিও)
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৩:৪৯
‘বিশ্ব ডিম দিবসে’ বিক্রি শুরুর আগেই বন্ধ করে দেওয়া হলো ডিম বিক্রি। জনতার ইট-পাটকেল নিক্ষেপ ও চরম শৃঙ্খলাহীন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ব ডিম দিবসে ১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে ওই ডিম বিক্রি শুরু হয়ে তা বেলা ১টা পর্যন্ত চলার কথা ছিল। বেলা সোয়া ১১টার পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।
মূলত সকাল ৯টা থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) তিন টাকায় ডিম বিক্রি হওয়ার কথা ছিল। ২০ হাজার ডিম দেওয়া হতো। একজন পেতেন ৯০টি করে।
সরেজমিনে দেখা যায়, পঞ্চাশ হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়ান ডিম ক্রয়ের জন্য। এতো মানুষের ভিড়ে পুরো ইনস্টিটিউশনে গোলমালের সৃষ্টি হয়। যোগানের চেয়ে মানুষের চাহিদা বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এতো মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।
তিন টাকা পিস ডিম কিনতে মানুষজন সকাল ৬টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন বলে কর্তৃপক্ষ জানায়। ৯টার মধ্যে এ লাইন কেআইবি চত্বর ছাড়িয়ে ফার্মগেট, বিজয় স্মরণী পার হয়ে করে। লাগে দীর্ঘ যানজট।
মানুষের ভিড়ে প্রচুর ডিম ভেঙে গেছে। রাস্তায় দেখা গেছে ডিম ভেঙে সয়লাব। তবুও যেগুলো বেঁচেছে তা পরবর্তীতে বিলিয়ে দেওয়া বা কম মূল্যে নির্দিষ্ট বাজারে বিক্রি করা হবে বলে জানা গেছে।
ডিম কিনতে আসা মানুষদের মধ্যে অক্ষেপের কথা বলেছেন অনেকে। শৃঙ্খলা মানা হয়নি অভিযোগ করে তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও ডিম পাওয়া যায়নি।
ডিম বিক্রি বন্ধের পর আয়োজকদের পক্ষ থেকে মাইকে বলা হয়, ডিম দিবস উপলক্ষে ভোক্তাসাধারণের যে উদ্দীপনা তা কল্পনার বাইরে। শিগগিরই ঢাকা শহরের বিভিন্ন স্পটে একই দামে ডিম বিক্রি হবে।