৩৯তম বিসিএস প্রিলি পরীক্ষা ৩ আগস্ট
প্রকাশ : ২৯ মে ২০১৮, ১১:৫৭
আগামি ৩ আগস্ট ৩৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ মে (মঙ্গলবার) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)র এক বৈঠক থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এক কথায় লিখে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে।
এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০।
এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ি আগামি ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।