চিকিৎসকদের জন্য ৩৯তম বিসিএসের প্রজ্ঞাপন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:১৩

জাগরণীয়া ডেস্ক

প্রায় পাঁচ হাজার চিকিৎসকের শূন্য পদে নিয়োগের জন্য ৩৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

৮ এপ্রিল (রবিবার)  এ প্রজ্ঞাপনা জারি করা হয়।  

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত