১০০০ বছরের পুরনো মন্দিরের সন্ধান

প্রকাশ : ০৬ জুন ২০১৭, ২২:১৬

জাগরণীয়া ডেস্ক

একটি বিখ্যাত মন্দির খুঁজে পেয়েছেন চীনের প্রত্নতাত্ত্বিকরা। ওই মন্দিরটিতে চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশে প্রায় ১০০০ বছরের ঐতিহ্য বহন করছে। এটি চেগডু শহরের অন্তর্গত একটি বিখ্যাত মন্দির ছিল।  

জানা যায়, বহু রাজপরিবারের গতিবিধি পরির্বতনের জেরে মন্দিরেরও মালিকানায় বহুবার হাতবদল হয়।  

মন্দিরের ইতিহাস, ফুগানের মন্দির নামে পরিচিত ওই মন্দিরটি পূর্ব জিন রাজবংশের অধীনে ৩১৭ থকে ৪২০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। পরবর্তীকালে ডক্সন নামে একটি বিখ্যাত তং রাজবংশ এই মন্দিরের দায়িত্ব পায়, যাদের আমলে ৬১৮ থকে ৯০৭  খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মন্দিরটি। সবশেষে দক্ষিণাঞ্চলীয় গান রাজপরিবার ১১২৭ থেকে ১২৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এ মন্দিরের ঐতিহ্য বজায় রাখে। 

পুরাতত্ত্ববিদরা জানিয়েছেন, বৌদ্ধ ধর্মগ্রন্থের সঙ্গে ১,০০০ টিরও বেশি শিলালিপি এবং পাথরের ভাস্কর্যের প্রায় ৫০০টি টুকরা এবং খিলানযুক্ত গ্লাসেড টাইলসের ধ্বংস স্তুপ রয়েছে। বর্তমানে শুধুমাত্র মন্দিরের এলাকার একটি অংশ খনন কার্যের কাজ চলছে। যারা খনন প্রকল্প নেতৃত্বে রয়েছেন, তারা জানান যে, মন্দিরের ভিত্তি, আশেপাশের বাড়ির ধ্বংসাবশেষ, কুয়ো, রাস্তাঘাট এবং তখনকার বিভিন্ন প্রকার ঐতিহ্য ইতি মধ্যই খুঁজে পেয়েছেন তারা। খননকালে, প্রত্নতাত্ত্বিকরা শং ও ঝৌ রাজবংশের ১৬০০ থকে ১৮৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মন্দিরের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৮০ টি প্রাচীন সমাধি পাওয়া যায়।

মন্দিরের আশেপাশে, তারা গান থেকে মিং রাজবংশ পর্যন্ত বিভিন্ন সময়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী, পাত্রে এবং বিল্ডিং তৈরির উপকরণ খুঁজে পেয়েছেন।

চীনের সুয়া এবং টং রাজবংশের সময় চেঞ্জু একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। চেংদু সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং ইই বলেন, সেই সময়ে বৌদ্ধের বিস্তার সম্পর্কে গবেষণা করার জন্য মন্দিরটির আবিষ্কার ব্যাপকভাবে অবদান রাখতে পারে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত