২২ এপ্রিল: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৭, ১৪:০০
২২ এপ্রিল, ২০১৭,শনিবার। ০৮ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১২ তম (অধিবর্ষে ১১৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।
১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়।
১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।
১৯১৫ - প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।
১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে ডিজনি এনিমেল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
জন্ম
১৭২৪ - দার্শনিক ইম্যানুয়েল কান্ট।
১৮৭০ - সোভিয়েত রাষ্ট্রনায়ক ভ.ই. লেনিন।
১৯২৯ - মাইকেল আতিয়াহ্ ফিল্ডস পদক বিজয়ী একজন প্রথিতযশা ইংরেজ গণিতবিদ।
১৯৭৪- ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার চেতন ভগত।
মৃত্যু
৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী হরিগোপাল বল।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মধুসূদন দত্ত।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী পুলিনচন্দ্র ঘোষ।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নির্মল লালা।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত।
১৯৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।