২২ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৭, ১৪:০০

জাগরণীয়া ডেস্ক

২২ এপ্রিল, ২০১৭,শনিবার। ০৮ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১২ তম (অধিবর্ষে ১১৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।
১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়।
১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।
১৯১৫ - প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।
১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে ডিজনি এনিমেল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।

জন্ম
১৭২৪ - দার্শনিক ইম্যানুয়েল কান্ট।
১৮৭০ - সোভিয়েত রাষ্ট্রনায়ক ভ.ই. লেনিন।
১৯২৯ - মাইকেল আতিয়াহ্ ফিল্ডস পদক বিজয়ী একজন প্রথিতযশা ইংরেজ গণিতবিদ।
১৯৭৪- ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার চেতন ভগত।

মৃত্যু
৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী হরিগোপাল বল।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মধুসূদন দত্ত।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী পুলিনচন্দ্র ঘোষ।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নির্মল লালা।
১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত।
১৯৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত