১৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ০১:৪৮
১৯ জানুয়ারি, ২০১৮, শুক্রবার। ০৬ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯ তম (অধিবর্ষে ২০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬৩৯ - দারা শুকোহর ‘সাফিনাৎ-উল-আউলিয়া’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৮২৫ - রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।
১৮৩৯ - ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে।
১৮৮৩ - টমাস এডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩ – অ্যাপল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটারে ভাইরাস পাওয়া যায়, যা তৈরি করেছিলেন দু’জন পাকিস্তানি নাগরিক।
১৯৯১ - যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে ইরাক বিশ্বজোড়া গেরিলা যুদ্ধের আহবান জানায়।
১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।
২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দেয় এফবিআই।
জন্ম
১৭৩৬ - বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট।
১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮০৯ - এডগার অ্যালান পো মার্কিন লেখক।
১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।
১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৬ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান।
১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।
মৃত্যু
১৯০৫ - সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৬ - বাংলা শর্টহ্যান্ডের লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯৭৮ - নাট্যকার বিজন ভট্টাচার্য।
১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।
২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।
২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার।