১৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ০১:৪৮

জাগরণীয়া ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৮, শুক্রবার। ০৬ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯ তম (অধিবর্ষে ২০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৩৯ - দারা শুকোহর ‘সাফিনাৎ-উল-আউলিয়া’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৮২৫ - রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।
১৮৩৯ - ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে।
১৮৮৩ - টমাস এডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩ – অ্যাপল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটারে ভাইরাস পাওয়া যায়, যা তৈরি করেছিলেন দু’জন পাকিস্তানি নাগরিক।
১৯৯১ - যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে ইরাক বিশ্বজোড়া গেরিলা যুদ্ধের আহবান জানায়।
১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।
২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দেয় এফবিআই।

জন্ম
১৭৩৬ - বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট।
১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮০৯ - এডগার অ্যালান পো মার্কিন লেখক।
১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।
১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৬ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান।
১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।

মৃত্যু
১৯০৫ - সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৬ - বাংলা শর্টহ্যান্ডের লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯৭৮ - নাট্যকার বিজন ভট্টাচার্য।
১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।
২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।
২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত