সংখ্যায় প্লাস্টিকের পরিচয়

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১৯:২২

জাগরণীয়া ডেস্ক

শহরের বাসা কিংবা অফিসে অধিকাংশ মানুষই প্লাস্টিকের বোতলে রেখে পানি খায়। ইদানিং গ্রামের মানুষেরাও ব্যাপকহারে প্লাস্টিকের বোতল ব্যবহার করে। অনেক বাসায় প্লাস্টিকের বোতলে পানি ব্যতিত অন্য তরল পদার্থও রাখে। এই প্লাস্টিকের বোতল কতোটুকু স্বাস্থ্যসম্মত তা অধিকাংশ মানুষই জানে না।

প্লাস্টিকের বোতল বিষাক্ত কিনা বা কতবার ব্যবহার করা যাবে সেসব বোতলের গায়েই একটি সাংকেতিক সংখ্যার মাধ্যমে লেখা থাকে। একবার এই সাংকেতিক অক্ষরের অর্থ জেনে নিলে আপনার ব্যবহৃত প্লাস্টিক পণ্যটি কতোটুকু নিরাপদ তা আপনিই জেনে নিতে পারবেন। ভালোমানের যে কোন প্লাস্টিক বোতলে নিচে একটি ত্রিকোণ চিহ্নের ভেতরে একটি সংখ্যা উল্লেখ থাকে। সাধারণত সেই সংখ্যাটি ১ থেকে ৭ এর ভিতরে হয়। সাংকেতিক চিহ্ন ছাড়া বোতল কিংবা সংখ্যার অর্থ না জেনে বোতল ব্যবহার করা হল ক্যান্সারসহ অসংখ্য ভয়াবহ রোগ ডেকে নিয়ে আসা!

যদি বোতলের গায়ে ত্রিকোণ চিহ্নের ভেতরে ১ সংখ্যাটি উল্লেখ থাকে তাহলে বুঝে নিবেন এই বোতলটি মাত্র একবারই ব্যবহার করা যাবে। একবারের বেশি ব্যবহার করা হলে বোতলটি থেকে antimony নামে ক্ষতিকর একটি রাসায়নিক পদার্থ বের হতে পারে। যা দেহের হরমোনে প্রভাব ফেলার পাশাপাশি শরীরে ক্যান্সারের কারণ হয়।

যদি প্লাস্টিক বোতলের গায়ে ২ সংখ্যাটি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি ভালো প্লাস্টিক দিয়ে তৈরি। অন্য প্লাস্টিকে মতো এটি রাসায়নিক পদার্থ নির্গত করবে না।

বোতলের গায়ে ৩ সংখ্যাটি লেখা থাকলে এই বোতল ২ ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত করতে পারে। যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশ্বের অধিকাংশ বোতলই এই ৩ সংখ্যা লিখিত।

সাধারণত LDPE ধরনের প্লাস্টিকের গায়ে ৪ সংখ্যাটি লেখা থাকে। এর অর্থ এটি কোনোরকম রাসায়নিক পদার্থ নির্গত করবে না।

সবচেয়ে ভালো প্লাস্টিকের বোতলের গায়ে ৫ সংখ্যাটি লেখা থাকে। এই ধরণের প্লাস্টিকের রং হয় সাদা। সাধারণত দইয়ের কাপ ও সিরাপের বোতল এই সংখ্যার হয়।

৬ সংখ্যা লিখিত প্লাস্টিকের বোতল ক্যান্সারের জন্ম দেয়। এই ধরণের বোতল STIREN নামক রাসায়নিক পদার্থ নির্গত করে। তারপরও সারা বিশ্বে খাবার প্যাকেট করা কিংবা কফি মগ হিসেবে এই ধরনের প্লাস্টিক ব্যবহার হয়।

প্লাস্টিকের বোতলের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ৭ সংখ্যাটি লিখিত বোতল। এই ধরণের প্লাস্টিকের বোতল থেকে BPA নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়। যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই এই ধরনের প্লাস্টিকের বোতল একেবারেই ব্যবহার করা উচিত নয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত