‘নারী পল্লী চিকিৎসকদের এগিয়ে আসতে হবে’
প্রকাশ : ০৮ মে ২০১৭, ০০:৪৫
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সেবা গ্রহীতাদের অনেকে নারী পল্লী চিকিৎসকের সেবা প্রত্যাশা করেন। তাই নারী পল্লী চিকিৎসকদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে এগিয়ে আসতে হবে।
৬ মে (শনিবার) পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসিআই ফার্মাসিউটিক্যালস এর উদ্যোগে ঈশ্বরদীর ২৫০ জন পল্লী চিকিৎসক দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন।
ভূমিমন্ত্রী শরীফ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। নারী-পুরুষ, শিশুরা অনায়াসে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
মন্ত্রী বলেন, পল্লী চিকিৎসকগণ ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করেন। সনদধারী পল্লী চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।
ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. আলমগীর পারভেজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্জন ডা. এফ. এ. আসমা খান, উপজেলা ভূমি সার্কেলের সহকারী কমিশনার শিমুল আক্তার, পাবনা জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. আব্দুস সাত্তার, ডা. আবদুস সালাম, উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের উপদেষ্টা ডা. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।