গাছের নির্যাসে ধূমপান ত্যাগের উপকরণ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ২০:১৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/04/23/image-7872.jpg)
তীব্র মানসিক শক্তিই পারে ধূমপান থেকে বিরত রাখতে। তবে ধূমপান ত্যাগ করতে অনেকেই ধূমপানরোধী গাম ও লজেন্সের সহায়তা নিয়ে থাকে।
সম্প্রতি বিজ্ঞানীরা একটি গাছের নির্যাসে ধূমপানরোধী উপকরণ রয়েছে বলে গবেষণায় দেখতে পান।
বিজ্ঞানীরা দুই দলে ভাগ করে এক হাজার ৩০০ জন স্বেচ্ছাসেবীর উপর এ গবেষণা চালান। একটি দলকে ট্যাবলেট আকারে সাইটিসিন দেয়া হয়। অন্য দলকে প্রচলিত ধূমপানরোধী উপকরণ দেয়া হয়। গবেষণায় দেখা গেছে, সাইটিসিন গ্রহণকারীরা ধূমপান ত্যাগে অন্যদের তুলনায় বেশি সফল।
গাছটির নাম ল্যাবারনাম বা গোল্ডেন রেইনট্রি। যেটা ইউরোপে সহজপ্রাপ্য একটি গাছ। এ গাছ থেকে সাইটিসিন নামে যে অ্যালকালয়েড নির্যাস নির্গত হয়। এটি মস্তিষ্কের বিশেষ একটি অংশে নিকোটিনের প্রবেশ প্রতিরোধ করে ধূমপানের অভ্যাস ত্যাগে সহায়তা করে। তবে বিপুল মাত্রায় গ্রহণ করা হলে তা নিকোটিনের মতোই ক্ষতিকর।
উল্লেখ্য,সাইটিসিন বুলগেরিয়া ও পোল্যান্ডে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। পূর্ব ইউরোপে ধূমপান ত্যাগের সহায়ক হিসেবে ১৯৬০ সাল থেকে সাইটিসিন ব্যবহৃত হয়। সম্প্রতি নিউজিল্যান্ডের গবেষকরা এর উপর নতুন করে গবেষণা চালান।