ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৮
ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ব্রিটেনের একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থা।
পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক প্রচারণায় বলা হচ্ছে, অনেক ধূমপায়ীই ফুসফুসের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) ঝুঁকির বিষয়ে অসতর্ক।
সিওপিডির ফলে শ্বাসনালী সরু হয়ে পড়ে এবং এর ফলে সিড়ি দিয়ে ওঠার মতো সহজ কাজেও মানুষ হাপিয়ে উঠতে পারে।
পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডে প্রায় ১০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, যার প্রতি ১০ জনের নয় জনের ক্ষেত্রেই এর কারণ ধূমপান। ফুসফুসের বেশ কিছু গুরুতর রোগের ক্ষেত্রে সিওপিডি পরিভাষাটি ব্যবহার করা হয়।
চিকিৎসা নেই
এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসনালী সরু হয়ে যাওয়া এবং ফুসফুসের টিস্যু ধ্বংস হবার কারণে শ্বাস নিতে সমস্যায় ভোগেন। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কায়িক পরিশ্রমর সময় শ্বাসকষ্ট, নিয়মিত কফ এবং বুকে সংক্রমণ।
পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ধূমপায়ীরা প্রায়সময়ই 'ধূমায়ীদের কফের' মতো প্রাথমিক উপসর্গগুলোকে আমলে না নিয়ে ধূমপান চালিয়ে যান, ফলে অবস্থারও অবনতি ঘটে।
যদিও এই অবস্থার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ধূমপান ছেড়ে দেয়া, বিশেষ ব্যয়াম এবং অষুধের মাধ্যমে সিওপিডির অগ্রগতি কমিয়ে আনা যায়।
ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ব্রিটেনের একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থা
সূত্র: বিবিসি