ইনকিউবেটর এর অভাবে ঝুঁকিতে ৪ নবজাতক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ০০:৫৩
ইনকিউবেটর এর অভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক মায়ের সদ্যোজাত অপরিণত চার সন্তান মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
রবিবার ভোরে বরুড়া উপজেলার দলুয়া গ্রামের ওমান প্রবাসী তফাজ্জল হোসেনের স্ত্রী তানজিনা আকতার সুমাইয়ার একজন মৃতসহ পাঁচ সন্তান হয়। নবজাতক প্রতিজনের ওজন ৯০০ থেকে ১০০০ গ্রাম জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ও সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা প্রায়ই ঠাণ্ডা হয়ে যাচ্ছে।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ও সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, "মাত্র ২৭ সপ্তাহের মধ্যে জন্ম হওয়া এই শিশুরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। হাসপাতালে ইনকিউবেটর ও রেডিয়েন্ট ওয়ার্মার না থাকায় তাদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। শিশুদের যদি বারডেম বা স্কয়ার হাসপাতালের মতো কোথাও ইনকিউবেটরে রাখা যায় তাহলে ঝুঁকিমুক্ত হতে পারে।”
হাসপাতালে ১২টি রেডিয়েন্ট ওয়ার্মার থাকলেও ১০টিই নষ্ট আর অন্য দুটি অতিরিক্ত তাপ সৃষ্টি করে বলে জানান চিকিৎসকরা।
শিক্ষানবিস চিকিৎসক নাহিদ শারমিন বলেন, এই শিশুদের স্বাভাবিকভাবেই জন্ম হয়েছে। তাদের দুইজন ছেলে আর দুইজন মেয়ে। এছাড়া একটি মৃত মেয়েশিশুর জন্ম হয়।
আরেক শিক্ষানবিস চিকিৎসক তানজিনা নাহার লাবণী জানান, শিশুদের তুলোর ভেতর রাখা হয়েছে। তাদের ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন; কিন্তু পরিবারের আর্থিক সঙ্গতি নেই।