জন্মনিয়ন্ত্রক পিলে স্ট্রোকের ঝুঁকি!
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:৪২
জন্মনিয়ন্ত্রক পিল খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাঁরা ধূমপান করেন, উচ্চ রক্তচাপের ইতিহাস আছে এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে -এমন নারীর ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানানো হয়। তবে গবেষণায় দেখা যায় সুস্থ কম বয়সী নারীর ক্ষেত্রে এই ঝুঁকি কম।
বর্তমানে সারা বিশ্বে প্রায় ১০ কোটি নারী জন্মনিয়ন্ত্রক ওষুধ সেবন করেন।
গবেষক মারসিয়া এমসি গিনলে বলেন, যেসব নারীর ক্ষেত্রে স্ট্রোক হওয়ার অন্যান্য ঝুঁকিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে পিল খেলে স্ট্রোকের ঝুঁকি আরো বেড়ে যায়। এদের জন্মনিয়ন্ত্রক পিল খেতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
জন্মনিয়ন্ত্রক ওষুধ ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, আর এটা হয় রক্ত জমাট বাঁধার কারণে। তবে এটা হেমোরেজিক স্ট্রোকের ঝুঁকি তৈরি করে না, যা মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হয়।
গবেষণার ফলাফলে আরো দেখা গেছে, প্রায় এক লাখ নারীর মধ্যে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া ১.৯ থেকে ৮.৫ ভাগ স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের এই ঝুঁকি বেশি থাকে।
মেডলিংক নিউরোলজি জার্নালের বরাত দিয়ে এই গবেষণার কথাটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।