করোনা জয় করে বাড়ি ফিরলেন মা–মেয়েসহ ৩ জন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে ১৭ দিন করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা-মেয়েসহ তিনজন। ২৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুর একটার দিকে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পাঠানো হয়েছে।

করোনাকে জয় করা  মা–মেয়ের বাড়ি আখাউড়া উপজেলায় অন্যজনের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়। এর আগে সুস্থ হয়ে ওঠা দুজনকে ২৬ এপ্রিল (রবিরার) ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। এ নিয়ে জেলার করোনার আইসোলেশন থেকে সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুর পর্যন্ত ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত তিনজন। বতর্মানে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আছেন ১৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ২৮ এপ্রিল (মঙ্গলবার) তিনজনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ছাড়পত্র পাওয়াদের আগামী ১৪ দিন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। তাঁরা অন্য সাধারণ মানুষের মতো আগামী ১৪ দিন চলাফেরা করতে পারবেন না। করোনাভাইরাস শনাক্ত হলেও শুরু থেকেই তাঁদের কারও মাঝেই কোনো উপসর্গ ছিল না।

জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে মোট পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া পাঁচজনই পুরোপুরি সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত