সাতক্ষীরায় ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৫০
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত একটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঐ নারী মারা যান।
শাহানারা খাতুনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে। স্বামীর নাম খলিলুর রহমান।
শাহানারা খাতুনের স্বামী খলিলুর রহমান জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গু শনাক্ত হওয়ার পর শাহানারাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২২ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে হঠাৎ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। খুলনায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আসাদুজ্জামান জানান, শাহানারা খাতুনের অবস্থার অবনতি ঘটলে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা অথবা অন্য কোথাও নিয়ে যেতে বলেছিলেন।
সাতক্ষীরার সিভিল সার্জন আবু শাহিন জানান, ২৩ আগস্ট (শুক্রবার) সকাল পর্যন্ত সাতক্ষীরায় ৩০৮ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন। উন্নত চিকিৎসার জন্য ৪০ জনকে অন্যত্র পাঠানো হয়েছে এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ২১৭ জন।