টিভির নেশায় হারাচ্ছেন স্মৃতিশক্তি

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ২১:২৫

জাগরণীয়া ডেস্ক

গড়ে প্রতিদিন তিন ঘণ্টার বেশি টেলিভিশন দেখলে কমে যেতে পারে আপনার স্মৃতিশক্তি-এমনটাই উঠে এসেছে কলেজ অব লন্ডনের গবেষণাধর্মী এক প্রতিবেদনে। 

রিপোর্টে বলা হয়, ছয় বছর ধরে চালানো পরীক্ষায় দেখা গেছে যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে, তাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। যারা দৈনিক সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে টেলিভিশন দেখেছেন, তাদের ক্ষেত্রে ৮% থেকে ১০% পর্যন্ত মেমোরি হ্রাস পেয়েছে। আর যাদের টেলিভিশন দেখার সময়সীমা এর চাইতে কম, তাদের ক্ষেত্রে এ ধরনের স্মৃতি হ্রাসের হার ৪% থেকে ৫%।  প্রায় সাড়ে তিন হাজার পূর্ণ বয়স্ক মানুষ- যাদের বয়স ৫০ এর বেশি, তাদের ওপর চালানো হয় গবেষণাটি। অবশ্য এক্ষেত্রে তাদের জীবন যাপন পদ্ধতি, বিভিন্ন আচরণ সম্পর্কে -যেমন কতটা সময় তারা বসে কাটায় বা কতটা শরীর চর্চা করে ইত্যাদি বিষয়গুলোও যোগ করা হয়। 

তবে এক্ষেত্রে গবেষকরা যারা টিভি দেখেন তারা কী ধরণের অনুষ্ঠান দেখেন-তা জানতে চাননি। শুধু টিভি দেখার উপ ভিত্তি করেই মস্তিষ্কের ক্ষমতা হ্রাসে ব্যাপারে কাজ করেছেন।

সূত্র: গার্ডিয়ান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত