আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে সরকার
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১২:৩৫
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
৩০ জুলাই (সোমবার) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দর সড়কে বাসচাপায় যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের আমি আশ্বস্ত করছি, তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে চিকিৎসার সব ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রবিবার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়।