কমলনগরে গর্ভবতীদের স্বাভাবিক প্রসব জোরদারকরণে কর্মশালা
প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১৪:৪৬
লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন (রবিবার) সকালে পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, গর্ভাবস্থায় মায়েদের বিভিন্ন সমস্যা সমাধানে কি কি প্রদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে রোগীর স্বজনদের সচেতন করতে হবে। গর্ভবতী মায়েদের সন্তান প্রসবসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তারা সজাগ দৃষ্টি রাখবেন। প্রসূতি রোগীদের পরিবারকেও সচেতনতা বিষয়ক পরামর্শ দিতে হবে। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদফতর বা উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ হাসপাতালে মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
কর্মশালায় এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ শরীফ, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, জেলা পরিবার-পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, উপজেলা এমসিএইচ কর্মকর্তা ডা. আকতার হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. ফাহমিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার ও উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন এতে সভাপতিত্ব করেন।