সদ্যজাত শিশুর স্তন্যদান (Witch’s milk)
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/09/10/image-11453.jpg)
শিশুর জন্মের তৃতীয় অথবা চতুর্থ দিনে অনেক সময় সদ্যপ্রসুত শিশুটির স্তন একটু বড় বড় মনে হয়। এই সময় স্তনে হাল্কা একটু চাপ দিলে তা থেকে স্বচ্ছ পরিস্কার এক ধরনের তরল পদার্থ বের হয়ে আসে। এর কিছুদিন পর অনেক সময় শিশুর স্তন থেকে দুগ্ধবর্নের তরল (Milk) বের হয়ে আসে। জন্মের তৃতীয় সপ্তাহের পর থেকে এই ধরনের সমস্যা থেকে শিশুটি নিস্তার পায়। অনেক আগে একে যাদুকরীর যাদু হিসেবে ধরা হতো এবং একে ডাইনীর দুধ বলা হতো। প্রকৃতপক্ষে মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের প্রলাকটিন (Prolactin) নামক হরমোন শিশুর রক্তে চলে আসায় তা শিশুর স্তনকে প্রভাবিত করে এবং শিশুটি এই সমস্যাটির সম্মুখীন হয়। এই সমস্যাটি নিজে নিজেই চলে যায়, এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ছেলে এবং মেয়ে শিশু উভয়েই এই সমস্যাক্রান্ত হতে পারে যদিও এর হার খুবই নগন্য।