স্তনের বোটা ফেটে যাওয়া (Cracked nipple)
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/09/05/image-11349.jpg)
অনেক নারীদের স্তন্য দানের সময় স্তনের বোটায় সুক্ষ ফাটল দেখা দেয়, এর ফলে স্তন্য দানের সময় ব্যথা হয় এবং একসময় তা স্তনে ইনফেকশন তৈরী করে। ঠিক সময়ে এর চিকিৎসা না করালে অনেক সময় স্তনে ফোড়া হতে দেখা দেয় এবং অপারেশন করে তা ভালো করতে হতে পারে।
বোটায় ফাটল ধরার সাথে সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টা শিশুকে স্তন্যদান থেকে বিরত থাকতে হবে কিন্ত ব্রেস্ট পাম্প নামক যন্ত্রের সাহায্যে স্তন থেকে দুধ খালি করতে হবে। এই দুধ শিশুকে খাওয়ানো যাবে। এক সময় নিজে নিজেই এই ফাটল ভালো হয়ে যাবে তখন শিশুকে আবার স্তন্য দান করা সম্ভব হবে।