কুকুরকে ভ্যাকসিন দিচ্ছেন তরুণরা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৬

জাগরণীয়া ডেস্ক

বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দিয়ে গলায় বেল্ট পারানোর কর্মসূচি শুরু করেছেন রাজধানী ঢাকায় কিছু তরুণ। নিজ উদ্যোগে নিজেদের খরচেই এ কার্যক্রম পরিচালনা করছেন তারা।

১০ ফেব্রুয়ারি (শুক্রবার) ধানমন্ডির ডিঙ্গি থেকে ৮ নম্বর রবীন্দ্র সরবর, দ্বীপ হয়ে ব্যাচেলর পয়েন্ট এলাকার কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়ে গলায় বেল্ট পরানো হয়। এ কার্যক্রমে ছিলেন তন্বী, ওয়াহিদ, উদয়, তুহিন ও সানি।

তন্বী জানান, মোট ২৪টি কুকুরকে ভ্যাকসিন দিয়ে বেল্ট পরিয়েছেন তারা। ভ্যাকসিন, বেল্ট ও আনুষঙ্গিক জিনিস কিনতে খরচ হওয়া ৩ হাজার টাকা নিজেরাই বহন করেছেন।

তিনি বলেন, ভ্যাকসিন দেওয়ার পর কুকুরের কান কেটে দেওয়া উচিৎ না। কুকুরকে যন্ত্রণা না দিয়ে বেল্ট পরানো উচিৎ।

সামাজে সচেতনতা সৃষ্টি এবং অবহেলিত এ উপকারী প্রাণীর পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তন্বী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত