কুকুর হত্যার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ২০:৪০

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্তৃক কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধনের আহ্বান করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকেল ৪টায় একই কর্মসূচি পালন করা হবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

নির্বিচারে কুকুর নিধন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অসংখ্য কুকুরকে বিষপ্রয়োগে হত্যা করে। ডাস্টবিনে গণহারে কুকুরের লাশের ছবি অনলাইন যোগাযোগ মাধ্যমে আসলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে সচেতন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।

কুকুরপ্রেমীরা জানিয়েছেন, বিষের টোপে ইতোমধ্যে প্রাণ গেছে ৫ শতাধিক নিরীহ কুকুরের। ১ মাস বয়সী ১ ডজন কুকুরছানার নামও লেখা হয়ে গেছে সেই মৃত্যুর মিছিলে।

কুকুর নিধনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কমিশনার ও কর্মচারীরা যেনো প্রাণ নিধনের মচ্ছবে মেতেছেন। কিন্তু অনাকাঙ্খিত এই মৃত্যুর দায় নিতে রাজি নয় কেউই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত